WELCOME to BENGALI BLOG of
SRI SRI MOHANANANDA BRAHMACHARI

Thursday, May 14, 2015

*** শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী:শ্রীভগবান ও ভালোবাসা***

প্রেমাবতার শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী
প্রেমাবতার শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী
*** শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী:শ্রীভগবান ও ভালোবাসা***  
শ্রী ভগবানকে নিজের চির  আপনার জন ভেবে  ভালবাসতে হয় 
প্রতিকূলতার মধ্যেও যে ভালোবাসা ও ভাবধারা স্তিমিত ,শিথিল,বা অন্তর্হিত না হয় ,জানিও তাহা সংস্কারগত হয়ে গেছে।সে জীবনে ত্রুটি,বিচ্যুতি নেইভগবত সান্নিধ্য লাভের জন্য উন্মুখ চিত্তটিকে ভগবান সংসার বন্ধনে রাখেন নাউন্মুক্ত বিহঙ্গের মতোই তার দৃষ্টি উদাসীনতায় ,বিবাগিতায় ,নিয়ত বন্ধনহীন। সে তাই অনুভব করে। যেখানে ভগবত প্রেম নিবিড় ,অবিমিশ্র ও অকপট সেখানে বহির্মুখতা নেই। বাহিরের  শত  প্রলোভন ,আকর্ষণ তার চিত্ত হতে কখনো ভগবানের প্রেম ,সৌন্দর্য ,মাধুর্য কে শিথিল করতে পারে না। বরং তুলনা ও অনুভূতি দ্বারা অন্তরের এই পরম সৌন্দর্য  ও সত্য কে সে আরো দৃঢ়তর করে নেয় তখন সকল অবস্থাতেই তার জীবনের অগ্রগতি অপ্রতিহত ও অবাধ।    

Google+ Followers

Followers

Total Pageviews

Translate