WELCOME to BENGALI BLOG of
SRI SRI MOHANANANDA BRAHMACHARI

Tuesday, May 5, 2015

"তুমি তো পেয়েছ? যা দেখেছ সবঠিক!!"

"তুমি তো পেয়েছ? যা দেখেছ সবঠিক!!"

 কলকাতায় ডিসেম্বর মাসের শীতের এক সন্ধ্যা। সেই সময় আমার এক অতি প্রিয় বন্ধুর বিচ্ছেদ বেদনায় মন খুব ভারাক্রান্ত ছিল..সন্ধ্যাবেলায় একলা ঘরে বসে আছি.হঠাত যেন কানে শুনতে পেলাম মহারাজের দিব্য কন্ঠস্বর!!....
"নূপুর ,নূপুর ,তুমি মন খারাপ করে বসে আছ কেন?আমি কলকাতায় আছি,তুমি একবার আমার সাথে দেখা করতেও এলে না?!!"

সন্ধ্যাবেলায় গোধুলির ম্লান আলোয় পরিস্কার দেখতে পেলাম তাঁকে!  অপূর্ব প্রেমময় করুণাঘন   দৃষ্টি !!কাছে এসে মাথায় হাতটি রেখে মধুর হেসে বললেন। ----"আমিই তো তোমার জীবন মরণ এর চিরসাথী !তোমার একমাত্র  বন্ধু !তোমার বন্ধু ছেড়ে গেছে তো কি হয়েছে---তোমার মনের সবকথা তুমি আমায় বলবে - আমাকে তুমি চিনলে না?!!!!"

আরও যেন কত কথা আদর করে বলতে লাগলেন ----সে এক অপূর্ব স্বর্গীয় আনন্দ অনুভূতি !!ভাষায়  বর্ণনাতীত !!কতক্ষণ এই ঘোরের মধ্যে ছিলাম জানি না----ঘোর কাটলে মনে হলো,..একি  স্বপ্ন না সত্যি !!!
মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ ,তোমায় করিগো নমস্কার। 
এই লভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর!!

পরের দিন গেলাম আলিপুর ডি. এল.খান রোড মিন্টো পার্ক এ আমার ছোটমাসীর বাড়ী। সেখানে কলকাতায় থাকাকালীন  মহারাজ  প্রায় দিনই ফ্ল্যাট সংলগ্ন প্রাইভেট সবুজ লন এ সান্ধ্য ভ্রমণে  আসতেন। মাত্র সঙ্গে যে কয়েকজন থাকতেন তাঁরা সে বিরল অবসরে তাঁর সঙ্গ করতেন। সে এক দুর্লভ সান্নিধ্য !!আমিও পাশে পাশে আছি -----চলতে চলতে একটু একান্তে পাশে আসতেই মৃদুস্বরে বললাম---"মহারাজ কালকে ঠিক এই সন্ধ্যাবেলায়---"কথা শেষ হবার আগেই চকিতের মধ্যে চোখের দিকে তাকিয়ে খুব মৃদুস্বরে বললেন---."তুমি তো পেয়েছ? যা দেখেছ সবঠিক!!"
 তারপরেই আরও অনেকের সাথে দ্রুতপায়ে এগিয়ে গেলেন  
প্রিয এলে কি অন্তর মন্দির মাঝে !!
বন্ধুর বেশে বন্ধুর সাজে 
গৈরিক বসন  অঙ্গে বিরাজে 
নয়নাভিরাম । 
লহ প্রাণের প্রনাম।


Google+ Followers

Followers

Total Pageviews

Translate