WELCOME to BENGALI BLOG of
SRI SRI MOHANANANDA BRAHMACHARI

Wednesday, June 17, 2015

***শ্রীমোহন মুখ নিঃসৃত দৈববাণী--১*** গীতার সার নির্যাস***

শ্রীমোহন মুখ নিঃসৃত দৈববাণী -১

                  ***শ্রীমোহন মুখ নিঃসৃত দৈববাণী -১***
গীতার সার নির্যাস এই শ্লোকে---
"মতকর্মকৃত,মতপরমো,মদভক্ত সঙ্গ বর্জিত "  
নিত্য নিরন্তর তাঁর সঙ্গে যুক্ত হয়ে থাকতে গেলে,---কর্ম,যোগ,জ্ঞান,ভক্তি এই চার রকম ভাবের মধ্য দিয়েই তাঁকে আশ্রয় করতে হবে। প্রথমেই বলছেন---"মতকর্মকৃত ''---আমার জন্য কর্ম করো।য়্জ্ঞার্থে কর্ম করো। আমার জন্য এইরূপে অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম যোগের অনুষ্ঠান করতে করতে ,চিত্ত শুদ্ধ হলে তখন তুমি "মতপরমো " এই অবস্থা লাভ করবে।"মতপরমো "অবস্থাটি হচ্ছে,যে অবস্থায় আমাকে ছাড়া কোন বস্তুই আর ত্রিভুবনে "পরম"থাকবে না। বৈষ্ণব পদাবলী তে ওই যে একটি অবস্থার কথা বলা আছে ---
"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর 
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। "
এই অবস্থাটি সত্য সত্যই তখন হয়,শ্রীমতি  রাধারানীর হৃদয়াকাঙ্খা,যাহা অনুভব করে,বৈষ্ণব কবিগণ ওই পদ গেয়েছেন--- 
"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর 
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। "
এইটি সব শেষের আত্মনিবেদন। কিন্তু এই অবস্থা সন্ন্যাস না হলে হয় না।
প্রকৃত প্রেম না হলে সন্ন্যাস হয় না। ---যখন ভগবানের প্রেম ছাড়া  অন্য কোনো কিছুতে মন লাগে না,সংসারের সব কিছু ভগবানের বিরহে শূন্য  মনে হয়,তখনি সন্ন্যাস অবস্থা আসে। তাই আগে অনুরাগ ,পরে ত্যাগ---যতই ভগবানের প্রতি অনুরাগ বাড়বে  ,ততই সংসারের প্রতি  বিরাগ আসবে---তখনি প্রকৃত সন্ন্যাস। তাই সংসারে থেকেই ভগবানকে পাবার সাধনা করতে হবে,সংসারের নানা প্রতিকূলতার মধ্যে অন্তরের সত্যতা যাচাই করার সুযোগ হয় ।যে আমি ভগবানকে চাই না,সংসারের সুখ ও আনন্দ চাই ----যদি সংসারের সুখ,আনন্দে তাঁকে ভুলে যাই ও সংসারের ঘাত ,প্রতিঘাতে ও  দুঃখে তাঁকে মনে পড়ে ----তখন বুঝতে হবে,মন এখনো ভগবানের প্রেমে  পূর্ণ হয় নি ----   তাই বাহিরের বৈরাগ্যের চেয়ে অন্তরে তাঁর সাথে সদাসর্বদা যুক্ত হবার চেষ্টা করো।এইটি ই জীবনের সাধনা।   
****************************************************************
(এই " দৈববাণী "অনেক বড়। ব্লগ এ সংক্ষিপ্ত আকারে প্রকাশিত হলো।)             

Google+ Followers

Followers

Total Pageviews

Translate