WELCOME to BENGALI BLOG of
SRI SRI MOHANANANDA BRAHMACHARI

Wednesday, October 7, 2015

*****শ্রী মোহন অমৃত বাণী *****

*****শ্রী মোহন অমৃত  বাণী *****

 
"শ্রী ভগবান নানা রূপে ,নানা বেশে,নানা ভাবে,আত্মপ্রকাশ করে থাকেন। তোমার অন্তরের যে পবিত্র ভাবধারা তাহাও ভগবানের কৃপা ও দান বলেই জানিও। তবে বহুলোকের সম্মুখে আত্মভাব  সঙ্গোপন করে রাখলেই তাহা অব্যাহত থাকবে জানিও। সকলে সকলকার অন্তর বুঝতে পারে না,তাই  বিদ্রুপ ও লাঞ্ছনা যেন ভাবেরই গাড়তা ও গূড়তা  দেয়। সেই রূপই চেষ্টা করিও।ভগবান যখন যে ভাবেই রাখুন না কেন আনন্দ ও শান্তি উপলব্ধি করতে হবে। জগতকে কেহই সংশোধন করতে পারে না ,তবে নিজেকে শুদ্ধ রাখলেই জগত শুদ্ধ হয়ে যায়। 
ভগবান     অযাচিতভাবে দেন। কিন্তু পাত্র হলেই তা গৃহীত হয়। নতুবা সে দান ব্যর্থ হয়ে যায়। "

Google+ Followers

Followers

Total Pageviews

Translate